skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeলাইফস্টাইলWeekly Horoscope: মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Weekly Horoscope: মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Follow Us :

কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলবে মেষ রাশিতে জেনে নিন-

মেষ রাশি (মার্চ ২১-এপ্রিল ১৯)

Aries (March 21 – April 19)

নতুন সপ্তাহে আপনি নিজের কাজ নিয়ে বেশ সন্তুষ্ট থাকবেন। বিরোধীদের পরাস্ত করা এই সপ্তাহে সহজ হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ অবশেষে গতি পাবে। নতুন সপ্তাহে মেষ রাশির জাতকদের মধ্য দারুন একটা উত্সাহ ও আত্মবিশ্বাস দেখা যাবে। নতুন সপ্তাহে যাত্রার যোগ রয়েছে।  

সপ্তাহের দিনগুলি কেমন হবে– বিশেষ করে মঙ্গল ও বুধবার এই দু’দিন কাজে গতি থাকবে চমকপ্রদ। শুক্র ও শনিবারে আপনার যশ ও খ্যাতি বাড়বে। এই সপ্তাহে বাড়ি ও পরিবার সংক্রান্ত বড় কোনও সমস্যার সময়ে ভাই ও নিকট আত্মীয়স্বজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। সমস্যা সহজেই মিটে যাবে। সপ্তাহান্তে সপরিবারে বেড়াতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  

প্রেম ও সম্পর্ক– প্রেমের জন্য সময়টা বেশ ভাল। নতুন সম্পর্ক শুরু করার চিন্তাভাবনা থাকলে ফলপ্রসূ হবে।  অবিবাহিত মেষ রাশির জাতকদের বিয়ের পাকা কথার সম্ভাবনা তৈরি বতে পারে।  প্রেমের জন্য সময়টা বেশ ভাল। মনের মানুষ আপনার প্রেমের প্রস্তাবে সাড়া দেবেন। সিঙ্গেল যাঁরা এবার তাঁদের জীবনে মনের মানুষের আগমনের যোগ রয়েছে। এমনকী দীর্ঘদিনের বন্ধুত্ব চেনা জানা থেকে প্রেম ও শুভ পরিণয়ের যোগও রয়েছে।  বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। সংসারের সুখ-শান্তি বাড়বে। দেখতে গেলে সবমিলিয়ে এই সপ্তাহ বেশ ভালই কাটবে মেষ রাশির জাতকদের।   

কী করবেন– শরীর স্বাস্থ্য ভাল রাখতে সোমবার শিবের আরাধনা করতে পারেন। উপকার পাবেন।  

আরও পড়ুন

সপ্তাহিক রাশিফল: বৃষ 

সপ্তাহিক: মিথুন 

সাপ্তাহিক রাশিফল: কর্কট 

সাপ্তাহিক রাশিফল: সিংহ 

সাপ্তাহিক রাশিফল: কন্যা 

সাপ্তাহিক রাশিফল: তুলা 

সাপ্তাহিক রাশিফল: বৃশ্চিক

সাপ্তাহিক রাশিফল:ধনু 

সাপ্তাহিক রাশিফল: মকর 

সাপ্তাহিক রাশিফল: কুম্ভ

সাপ্তাহিক রাশিফল: মীন 

 

RELATED ARTICLES

Most Popular